ই-পেপার বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
ই-পেপার বৃহস্পতিবার ৮ জুন ২০২৩

দেশের বাজারে হুয়াওয়ের প্রথম অটো পপআপ ক্যামেরা ফোন
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯, ৬:৫৯ পিএম আপডেট: ৩০.১১.২০২১ ১০:৩১ পিএম
দেশের বাজারে প্রথমবারের মতো অটো পপআপ ক্যামেরা ফোন ওয়াই নাইন প্রাইম ২০১৯ এনেছে হুয়াওয়ে। আজ শুক্রবার (২৩ আগস্ট) থেকে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। আকর্ষণীয় ডিজাইনের হাই-পারফরমেন্সের চিপসেটসমৃদ্ধ স্মার্টফোনটিতে ইএমইউআই ৯.০ অপারেটিং সিস্টেম, ট্রিপল এআই ক্যামেরা ফিচার, দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা রয়েছে।
আকর্ষণীয় ডিজাইনের হাই-পারফরমেন্সের চিপসেটসমৃদ্ধ স্মার্টফোনটিতে ইএমইউআই ৯.০ অপারেটিং সিস্টেম, ট্রিপল এআই ক্যামেরা ফিচার, দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা রয়েছে।
৬.৫৯ ইঞ্চি বিশিষ্ট ফুল এইচডি প্লাস ডিসপ্লের ফোনটিতে নো হোল, নো নচ, নন-ডিউড্রপ ডিজাইনের ফোনটির ফুল স্ক্রিন ডিসপ্লের উপরে ব্যবহার করা হয়েছে ছোট ব্যাজেল।
হ্যান্ডসেটটির পিছনে থাকছে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। ১৬ মেগাপিক্সেলের পপ আপ ক্যামেরাটি ব্যবহারকারীদের ফুল ডিসপ্লে সুবিধা যেখানে কোন নচ বা হোল থাকবে না। পপ আপ সেলফি ক্যামেরাটি ১৫ কিলোগ্রাম পর্যন্ত বাহ্যিক চাপ সহ্য করতে পারবে। এক লক্ষ বারের চেয়ে বেশি উঠা নামা করবে এর পপ আপ ক্যামেরা।

আরও অ্যালবাম   বিষয়:  মোবাইল ফোন  




সর্বশেষ সংবাদ

সর্বশেষ এ্যালবাম

সর্বাধিক পঠিত

ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com