ই-পেপার  বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ চৈত্র ১৪২৯
ই-পেপার  বুধবার ২৯ মার্চ ২০২৩

স্মার্টফোনের ইশারায় চলবে জুতো
প্রকাশ: রোববার, ১৬ জুন, ২০১৯, ১১:৩৩ এএম আপডেট: ১৬.০৬.২০১৯ ১১:৩৭ এএম
প্রযুক্তি প্রতিনিয়তই মানুষের জীবনকে সহজ সুন্দর ও আরামদায়ক করে তুলছে। আরো সহজ করে তুলকে প্রতিনিয়ত চলছে নতুন নতুন আবিস্কার। এবার স্মার্টফোনের ইশারায় চলবে জুতো! বাঁধতে হবে না ফিতেও।
হাতে রাখা স্মার্টফোন দিয়ে এখন এই জুতোকে নিয়ন্ত্রণ করা যায়।
নাইকি নিয়ে এল স্মার্টফোন কন্ট্রোলযুক্ত নতুন স্পোর্টস শু।
নতুন এই জুতোতে ফিতে আছে ঠিকই, কিন্তু এ জুতো পরার পর কষ্ট করে আপনাকে ফিতে বাঁধতে হবে না! আপনার অবস্থানের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে এই জুতো। অর্থাৎ খেলার সময় এক রকম, আবার হাঁটা বা স্রেফ বসে থাকা, অবস্থান বুঝে নিজেকে পরিবর্তিত করে নেবে জুতোর ফিতে।
আপনার হাতের স্মার্টফোনটিতে থাকবে একে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি। ফোনের বাটন প্রেস করে এক নিমেষে জুতোর ফিতে আলগা অথবা শক্ত করতে পারবেন।
নাইকির নতুন এই স্পোর্টস শু হল সেল্ফ লেসিং। যাকে প্রযুক্তির ভাষায় বলা হচ্ছে ‘পাওয়ার লেসেস’।
মূলত বাস্কেটবল খেলোয়াড়দের জন্যই জুতোটি ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা।



সর্বশেষ সংবাদ

সর্বশেষ এ্যালবাম

সর্বাধিক পঠিত

ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo[at]gmail.com