
মঙ্গোলিয়া : পৃথিবীর শীতলতম দেশের মধ্যে মঙ্গোলিয়া অন্যতম। প্রচণ্ড ঠান্ডার কারণে এখানে বরফ পড়ে।

এস্তোানিয়া : প্রচণ্ড শীতের কারণে এস্তোনিয়ার মাঠ-ঘাট বরফে ঢাকা রয়েছে।

ফিনল্যান্ড : শীতপ্রধান দেশ হিসেবে ফিনল্যান্ডের পরিচিতি পৃথিবীব্যাপী। এদেশের মানুষ শীতকে উপভোগ করে।

আইসল্যান্ড : এদেশের নাম শুনলেই এর আবহাওয়া সম্পর্কে একটা ধারণা লাভ করা যায়।

আমেরিকা : প্রচণ্ড শীতের কারণে আমেরিকাতেও বরফ পড়ে। রাস্তা-ঘাটে বরফ পড়ার কারণে অনেক সময় যান চলাচলও বন্ধ হয়ে যায়।

কানাডা : শীতে কানাডায় বরফ পড়েছে। বরফের এই দৃশ্য দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়।

গ্রিনল্যান্ড : শীতের কারণে গ্রিনল্যান্ডের ঘর-বাড়ির চারপাশে বরফ পড়ে গেছে।
শীতের হাত থেকে বাঁচতে এখানকার মানুষ খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না।