
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দীপিকা, প্রিয়াঙ্কা, কঙ্গনার পাশাপাশি নজর কাড়লেন ছোটপর্দার অভিনেত্রী হিনা খান।

ডিজাইনার জাইদ নাকাদ এর ডিজাইন করা সিমারি স্টোন ওয়ার্ক গাউনে কান এর রেড কার্পেটে অভিষেক করেন হিনা।

কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে হিনা খান অভিনীত শর্ট ফিল্ম ‘লাইনস’।

বুধবার প্রদর্শিত হয় হিনা খান অভিনীত শর্ট ফিল্ম ‘লাইনস’।