
৩৪৫ শয্যার মাউন্ট এলিজাবেথ হাসপাতালটি পরিচালনা করছে বেসরকারি কোম্পানি পার্কওয়ে হেলথ কোম্পানি।

১৯৭৬ সালে এই হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। এরপর ১৯৭৯ সালের ৮ ডিসেম্বর প্রাতিষ্ঠানিক ভাবে সেবা প্রদান শুরু করে।

এই হাসপাতালে একই সঙ্গে হৃদরোগ, ক্যান্সার, কিডনি ও স্নায়ুজনিত রোগসহ বিভিন্ন ধরনের সেবা পাওয়া যায়।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের অর্কার্ড সড়কে অবস্থিত এ হাসপাতাল জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল দ্বারা স্বীকৃত।

এই হাসপাতালে চার শয্যার ওয়ার্ডে একটি শয্যার জন্য প্রতিরাতের খরচ ২৭৬ মার্কিন ডলার। এছাড়া সম্পূর্ণ নিজস্ব রুমের জন্য প্রতিরাতে খরচ ৬৪০ মার্কিন ডলার।

সিঙ্গাপুর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার রোগী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসে। হাসপাতালের কর্মীরা ইন্দোনেশীয়, রুশ এবং মাওয় ভাষায় পারদর্শী।