
রাজধানীর বিমানবন্দর এলাকায় রেল ক্রসিংয়ের উপরে বসেছে ফলের দোকান।

ঝুঁকিপূর্ণ জেনেও তারা বসেছেন রেললাইনের উপর ফল বিক্রি করতে।

রেললাইনের উপরে ফল বিক্রেতারা বসায় পথচারীদের হাঁটতে অসুবিধা হচ্ছে।

জীবন জীবীকার প্রয়োজনে এই সব ক্ষুদ্র ব্যসায়ীরা জীবনের ঝুঁকি জেনেও রেল লাইনের উপর বসেছে।

রেললাইনের উপর দোকান সাজিয়ে বসেছেন ফল বিক্রেতারা।